পটুয়াখালীর গলাচিপায় জামায়াত নেতার সাথে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আহসানুল হক তুহিনের আঁতাতের অভিযোগ উঠেছে। নির্বাচনী একটি সভার মেয়র প্রার্থী তুহিন ও জামায়াত নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভাইরাল হয়। এর প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামানের সড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল গলাচিপা উপজেলা শাখার ব্যানারে মারুফ ইভানের নেতৃত্বে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মারুফ ইভান গলাচিপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সহসভাপতি। তবে এর সাথে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আবু হেনা শোয়েব মো. আশিষ।
মানববন্ধনে বক্তাদের সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. মো. ফোরকানের সাথে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আহসানুল হক তুহিনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতা-কর্মীরা এর বিরুদ্ধে অবস্থান নেয়।
এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল গলাচিপা উপজেলা শাখার মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন গলাচিপা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মু. মামুন আজাদ। তিনি মানববন্ধনে বক্তৃতার সময় অভিযোগ করে বলেন, এর আগেও আহসানুল হক তুহিন মেয়র হয়ে আওয়ামী লীগের সাথে সমন্বয় না করে জামায়াত-বিএনপির লোকজন প্রতিষ্ঠিত করেছেন। তাই তার মনোনয়ন বাতিল করে দলীয় সিদ্ধান্ত নেওয়ার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় যুব লীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহসভাপতি মারুফ ইভানসহ স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করা হয়।
এদিকে এ ঘটনা সম্পর্কে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহসানুল হক তুহিন বলেন, মনোনয়ন বঞ্চিত হয়ে ঈর্ষান্বিত হয়ে আমার ও দলের বিরুদ্ধে এ ধরণের অপ প্রচার চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ