কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক পেয়েছেন সাবেক চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ। এ উপলক্ষে কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক গাড়ির বহর যোগে মাতামুহুরী নদীর বাটাখালী ব্রিজ পয়েন্ট থেকে তাকে বরণ করে।
সভাস্থলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বদরখালীর সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। আরিফ বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান।
সভায় বক্তব্যকালে নৌকা প্রতিকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নূরে হোছাইন আরিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক দিয়েছেন। বদরখালী একটি ঐতিয্যবাহী এলাকা। এই এলাকায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সমবায়ী প্রতিষ্ঠান বদরখালী কৃষি ও উপনিবেশ সমিতি রয়েছে। এরই পাশাপাশি বদরখালীর সীমান্তবর্তী মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দর ও কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে। বদরখালী পাশাপাশি এলাকা হওয়ায় এই এলাকার গুরুত্ব রয়েছে। বদরখালী একটি সমৃদ্ধ ইউনিয়নের রপান্তরে প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। জনগণের ভালবাসা ও সম্মানকে আমি কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার চেষ্টা করে যাব। আশাকরি বদরখালীর জনগণ আমাকে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সম্পাদন করার সুযোগ দিবেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ