‘রুখে দাড়াও সাম্প্রদায়িক অপশক্তি’ শ্লোগান নিয়ে বরিশালে জাতীয় রবীন্দ্র সংঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদী সঙ্গিত পরিবেশিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির আয়াজন করা হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন।
জাতীয় রবীন্দ্র সংঙ্গীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, খেলাঘরের পক্ষে আবুল খায়ের সবুজসহ অন্যান্যরা। বক্তব্যের ফাঁকে ফাঁকে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্র সংঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা।
বিডি প্রতিদিন/এএ