যশোরের মনিরামপুর উপজেলার বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সিসি ক্যামেরা দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী।
শনিবার আনুষ্ঠানিকভাবে মন্দিরের সভাপতি সুব্রত কুমার চক্রবর্তীর কাছে সিসি ক্যামেরাগুলো সরঞ্জামসহ হস্তান্তর করেন জয়দেব নন্দী।
জানা যায়, বৈদ্যনাথ ধাম মন্দিরটি মনিরামপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী মন্দির। আসেপাশের প্রায় ১০-১৫ টি গ্রামের লোকজন এই মন্দিরে নিয়মিত পূজার্চনা এবং বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করেন। মন্দিরটির নিরাপত্তা খুব জরুরি হয়ে পড়েছিল। মন্দিরের সার্বিক নিরাপত্তার এবং দর্শনার্থীদের কথা বিবেচনা করে জয়দেব নন্দী এ উদ্যোগ গ্রহণ করেন।
মন্দিরের সভাপতি সুব্রত কুমার চক্রবর্তী বলেন, জয়দেব নন্দী মন্দিরের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের যে সহযোগিতা করেছেন সেটার জন্য আমরা আনন্দিত এবং একই সাথে গর্বিত। তিনি যেন এভাবেই এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারেন আমরা সেজন্য তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
বিডি প্রতিদিন/ফারজানা