সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি সাতক্ষীরার আয়োজনে শনিবার বেলা ১১টায় শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে তারা এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা.আলহাজ্ব আবুল কালাম বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপি এম বার।
অনুষ্ঠানে বিশেষ অতিতির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় জঙ্গি ও মাদক প্রতিরোধে জনতা ও পুলিশ এক হয়ে কাজ করা আহ্বানসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/হিমেল