ঢাকার ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হালিম, মমিন মিয়া, দেলোয়ার হোসেন, বাবু মিয়া, হৃদয় হাসানসহ ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েতন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল