মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা পুলিশের আয়োজনে শহরের সুপার মার্কেট থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইনে বেলুন উড়িয়ে কেক কাটা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবেরে সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা মাদক, সন্ত্রাস নির্মূলের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশের পদক্ষেপের সাথে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলু রায়, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সুমন দেব, মুন্সীগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লব, জেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক প্রবীর কুমার গাঙ্গলী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হোসেন সোহেলসহ কমিউনিটি পুলিশিং এর সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মতবিনিময় শেষে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল