টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অপহৃত হাশিম উল্লাহকে (২৮) উদ্ধার করেছে (এপিবিএন) পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তি নয়াপাড়া ২৬ ক্যাম্পের এক্সটেনশন ব্লক এইচ/০৩-এর বাসিন্দা সলিম উল্লাহর ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান, শনিবার দুপুরে নয়াপাড়া ২৬ ক্যাম্পের এক্সটেনশন ব্লক এইচ/০৩- এর বাসিন্দা হাশিম উল্লাহকে বক্কর মেম্বারের রোড থেকে অজ্ঞাতনামা তিনজন সন্ত্রাসী অপহরণ করে। পরে সিএনজিযোগে হ্নীলা বাজারের দিকে নিয়ে যায়।
বিষয়টি স্বজনরা নয়াপাড়া এপিবিএনকে অবহিত করে। পরে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল গাড়িযোগে ভিকটিমকে উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে তাদের পিছু নেয়। একপর্যায়ে এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অপহৃত ব্যক্তিকে লেদা বাজারের ১০০ গজ পশ্চিমে রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরে অপহৃত হাশিম উল্লাহকে উদ্ধার করা হয়। তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/এমআই