ময়মনসিংহের ফুলপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেল ৩টায় ফুলপুর থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদারের নেতৃত্বে র্যালিটি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় গেট পর্যন্ত যায়।
এরপর সেখান থেকে ফিরে র্যালিটি থানা ভবনের চতুর্থ তলায় কমিউনিটি পুলিশিং সমাবেশে আলোচনা সভায় যোগ দেয়। সভায় ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মেয়র শশধর সেন ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।
আরও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালিব চৌধুরী, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন ও এম এ মান্নান প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই