টেকনাফের শাহপরীরদ্বীপ বেড়িবাঁধ এলাকায় একটি ব্যাগের ভেতর থেকে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে দক্ষিণে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন দিয়ে একটি বিশেষ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধে এলাকায় টহল পরিচালনা করছিল। দুইজন দুস্কৃতিকারী ব্যক্তিকে একটি হস্তচালিত কাঠের নৌকাযোগে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে। টহলদল দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করে। ঔই ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে করা মাত্রই তাদের সাথে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে নাফনদীতে ডুব দিয়ে সাঁতার কেটে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে উক্ত স্থান থেকে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৩ কোটি টাকার মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে স্টোরে জমা রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ