নরসিংদীর ঘোড়াশাল পৌর নির্বাচনে নৌকার প্রার্থী আল মোজাহিদ হোসেন তুষারকে বিজয়ী করতে একাট্টা হয়েছেন জেলা-উপজেলার আওয়ামীলীগ নেতারা। এরই ফলে সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতাকর্মীরা এক মঞ্চে উঠেছেন। আজ শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল আটিয়াগাঁও মাঠে নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থীকে বিজয়ী করেত এক মঞ্চে উঠেছেন। জনসভায় নৌকা প্রতিকের প্রাথীকে বিজয়ী করার আহব্বান জানান।
ঘোড়াশাল পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আল মোজাহিদ হোসেন তুষার বলেন, ঐতিহ্যের পথে সুস্থ সমাজ গড়াসহ টেকসই উন্নয়ন আধুনিক ও সমৃদ্ধশালী পৌরসভা গড়ার লক্ষে আমি কাজ করে যাবো। ঘোড়াশালের অবহেলিত এলাকার উন্নয়নসহ মাদক নিমূলে থাকবে আমার প্রধান ভূমিকা।
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন পলাশ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম খান রাখিল, মাধবদী পৌর সভার মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক, নরসিংদী পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, চেম্বার অব কমার্সের সভাপতি আলী হোসেন শিশির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, পলাশের সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুখসহ জেলা উপজেলাসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ