ভোলা জেলা ও দায়রা জজ আদালতে ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় আদালত চত্বরে স্থাপিত এই ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন করেন ভোলার জেলা ও দায়রা জজ মো.মহসিনুল হক।
উদ্বোধনকালে জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক বলেন, বিচার প্রার্থীদের সুবিধার্থে এই ডিসপ্লে বোর্ডে পরবর্তী এক সপ্তাহের মামলার তারিখ এবং মামলাটি কোন পর্যায়ে রয়েছে তা দেখা যাবে। এতে বিচার প্রার্থীদের উপকার হবে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সৌজন্যে স্থাপিত এই ডিজিটাল বোর্ড সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সহায়তা করবে। পাশাপাশি মাদক বিরোধী প্রচারণাও করা হবে এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে।
এসময় ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওসমান গণি, প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়া, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলী হায়দার, সুলতান মাহমুদ মিলন, ভোলা সদর সিনিয়র সহকারী জজ ম. নাসিম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, সহকারী জজ গোলাম কিবরিয়া এবং সহকারী জজ আব্দুল্লাহ আল হাসিবসহ অন্যান্য বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত