মুন্সীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচারনায় বাধায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সমর্থকরা। আন্দোলনকারীরা জানান, গেলো শুক্রবার দুপুরে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আকবরের প্রচারণার সময় নৌকা প্রার্থী ও সমর্থকরা অস্ত্র নিয়ে এলোপাতারি হামলা চালায়। সে সময় আলী আকবর ও তার সমর্থকরা কমপক্ষে ১৫ জন আহত হয়।
সেই হামলার বিচার দাবি করে রবিবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্বতন্ত্র এই প্রার্থী বর্তমানে ঢাকা মেডিক্যালে ভর্তি আছেন। আলী আকবরের সমর্থকরা জানান, ১১ নভেম্বরে নির্বাচন। হাতে সময় কম থাকলেও তারা প্রতিপক্ষের বাধার কারণে প্রচারণার কোন কাজ করতে পারছেন না। এই ঘটনায় নৌকার প্রার্থী জাকির হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএ