জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ-২৬) কয়লা ভিত্তিক জ্বালানি বন্ধের সিদ্ধান্ত গ্রহনের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জামালপুর সচেতন নাগরিক কমিটি ও টিআইবির আয়োজনে শহরের দয়াময়ী মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ জলিল, সনাক সদস্য অধ্যাপক কায়েদ-উদ-জামান, মনোয়ারা বেগম, একেএম আশরাফুজ্জামান স্বাধীন, টিআইবির এরিয়া ম্যানেজার আরিফ মাহমুদ, স্বজন সদস্য রাসেল মিয়া, লুমাত জাহান সিন্না, তুষার মল্লিক, ইয়েস সদস্য আফিয়া আফসানা প্রমুখ।
এ সময় বক্তারা আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ-২৬) কয়লা ভিত্তিক জ্বালানি বন্ধের সিদ্ধান্ত গ্রহনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা র্জনে কার্যকর নীতি প্রণয়ন ও বিনিয়োগের আহবান জানান।
বিডি প্রতিদিন/এএ