কক্সবাজারের টেকনাফের শালবাগান ক্যাম্প এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে (এপিবিএন) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের একই ক্যাম্পের বাসিন্দা নুর হোসেন প্রকাশ মুনাইয়া ও সাব্বির আহমেদ।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জাদীমোড়া শালবাগান ক্যাম্পের ব্লক-এ/৩,১২/১৪ জন রোহিঙ্গা সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যে এপিবিএন পুলিশের একটিদল ক্যাম্পে অভিযানে যায়। এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপর সহযোগীরা কৌশলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ সময় তাদের সাথে থাকা একটি ছোরা, একটি রামদা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, জিজ্ঞেসাবাদে জানা যায়, রোহিঙ্গা নুর হোসেন প্রকাশ মুনাইয়া শালবাগান ক্যাম্পে রফিক হত্যার অন্যতম আসামী এবং সাব্বির আহমেদ রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের স্থানীয় সক্রিয় সদস্য ও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ