কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজের চায়ের দোকান থেকে হযরত আলী নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। চায়ের দোকানটি হযরত আলীর স্ত্রী ফিরোজা খাতুন চালাতেন। হযরত আলী ছিলেন ভাঙ্গারী ভ্রাম্যমাণ ব্যবসায়ী। রবিবার সকালে নাগেশ্বরী পৌর এলাকার পয়রাডাঙ্গা দাদা মোড় এলাকার দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।
তবে হযরতের পরিবারের লোকজন জানান,ওই দোকানদারকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নাগেশ্বরী সার্কেলের সহকারি পুলিশ সুপার সুমন রেজা জানান, এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি। কেউ অভিযোগ করলে তা নেয়া হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ