গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মিঠুন (১৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রবিবার সকাল ১০টার সময় উপজেলার সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের চেরাগ আলী মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিঠুন কাপাসিয়া উপজেলার চৌরাপাড়া এলাকার আবুল হারিছ মিয়ার ছেলে।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার জানান, সকাল ১০টার দিকে মোটরসাইকেল মাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পিলারের সাথে ধাক্কা খেয়ে রাস্তার ছিটকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে ।
বিডি প্রতিদিন/এএ