‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’ এই শ্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের স্টেশন সড়কে পেট্রল পাম্প চত্বরে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইমলামের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়।
বক্তব্য রাখেন শেখবাড়ি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. সাদ আহমদ আমিন, সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ শিব্বির আহমেদ, জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সোহাইল আহমদ ও পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডা. হরিপদ রায়।
আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ক্যাথলিক চার্চের ফাদার নিকোলাস বাড়ই, বৌদ্ধ ধর্মীয় নেতা ইপা বড়ুয়া, সিনিয়র এএসপি সহিদুল হক মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল ও সম্পাদক শহীদ হোসেন ইকবাল প্রমুখ।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি মো. শামীম অর রশিদ তালুকদার, থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা।
বিডি প্রতিদিন/এমআই