বাগেরহাটে প্রথম ধাপে ইউপি নির্বাচনের এক দিন আগে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নে এক ভ্যান চালকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
রবিবার দুপুরে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সাহিদের মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে চুনখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, আওয়ামী লীগ নেতা এফ এম শরিফুল ইসলাম, চুনখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মোল্লা শাহজাহান কুটিসহ অন্যরা বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন