রাজবাড়ীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন সাংবাদিক শ্যামল মজুমদার (৭১)। আজ রবিবার সকাল ৮টার কিছুক্ষণ পর অসুস্থ অবস্থায় নিজ বাসভাবনে মৃত্যুবরণ করেন তিনি। শ্যামল মজুমদার রাজবাড়ী জেলার পৌরসভার এলাকার মৃত বিশ্বময় মজুমদারের ছেলে। তার মৃত্যুতে রাজবাড়ীর গণমাধ্যকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি ১৯৭২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ৪১ বছর ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকাতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যা রেখে গেছেন। আজ বিকেল ৩টার রাজবাড়ী পৌর মহাশশ্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
শ্যামল মজুমদারের মৃত্যুতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনসহ গণমাধ্যমকর্মীরা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/হিমেল