বরিশাল রেঞ্জ পুলিশকে ডিজিটালাইজেশন ও অটোমেশন করে প্রযুক্তির সাহায্যে আপডেট রাখা এবং রিপোর্টিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে নগরীর পুলিশ লাইনস এর গ্রাটিচিউড হলে রেঞ্জ পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি একেএম এহসানউল্লাহ, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নুরুল আমীনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ডিআইজি বলেন, উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। প্রযুক্তি মানুষের কাজকে সহজ এবং স্বচ্ছ করে। সামনের দিকে এগিয়ে নেয়। সেই লক্ষ্যে পুলিশ বিভাগের সার্বিক কর্মকাণ্ডকে অটোমেশন প্রযুক্তির সাহায্যে আপডেট থাকা এবং সেগুলো রিপোর্টিং করার উদ্যোগ নেয়া হয়েছে।
জিআইজি বলেন, আমরা প্রতিটা ঘটনা জানছি রিপোর্ট নিচ্ছি জিজ্ঞাসা করছি, তাই এখন তাদের শক্তির পরিধি বেড়েছে। যেখানে ত্রুটি পাওয়া যাচ্ছে সেখানে কাজ করা হচ্ছে। আমরা ইমপ্রুভ দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি। এ কারণে এখন অভিযোগ আসছে কম। পুলিশের সেবায় মানুষের সন্তুষ্টি বেড়েছে। তিনি এই কার্যক্রম এগিয়ে নিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এদিকে, মতবিনিময় সভার শেষ পর্যায়ে গত ১৫ আগস্ট রাতে গৌরনদীর টরকী বাজারে গণডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশীয় ধারালো অস্ত্র সহ মো. সোহরাব হাওলাদার (৪৭) নামে একজনকে গ্রেফতারের কথা জানান পুলিশ সুপার মো. মারুফ হোসেন। গত শনিবার ওই উপজেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় মোট ১০জনকে গ্রেফতার করলো পুলিশ। যার মধ্যে ৩ জন ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকার দায় স্বাকীর করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানান পুলিশ সুপার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন