নাটোর সদর উপজেলার ২ নং তেবাড়িয়া ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ারের নির্বাচনী কার্যালয়ের সামনে পোস্টারে আগুন এবং এক কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে । রবিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
গোলাম সারোয়ার অভিযোগ করেন, রবিবার দুপুরে ইউনিয়নের একডালা এলাকায় নির্বাচনী অফিসের সামনে তার কর্মীরা আনারস প্রতিকের পোস্টার লাগানোর কাজ করছিল। এসময় ৪ থেকে ৫ টি মোটরসাইকেলযোগে ৭/৮ জন সন্ত্রাসী নির্বাচনী ক্যাম্পে হামলা চালায়। টেবিল চেয়ার ভাঙচুর ও পোস্টারে আগুন ধরিয়ে দেয়া তারা এবং স্বরুপ বিশ্বাস (২৫) নামের এক কর্মীকে মারপিট করে আহত করে চলে যায়।
তিনি অরোও অভিযোগ করেন, নির্বাচনের আর ১০ দিন বাঁকি এখনো তিনি মাঠে নামতে পারেনি। একদল সন্ত্রাসী তাঁর কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দিচ্ছে। ফলে তিনি প্রার্থী হয়ে ভোটের মাঠে নামতে পারছেন না। তিনি আজ বিষয়টি লিখিত আকারে রির্টানিং কর্মকর্তাকে অবহিত করবেন বলে জানান। সংবাদ পেয়ে নাটোর থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত স্বপক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।
বিডি প্রতিদিন/হিমেল