ঢাকার ধামরাই ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বাংলাদেশ নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধামরাইয়ের ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা নাহার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসেন খান, উপজেলা নির্বাচন অফিসার আয়শা আক্তার ও ধামরাই থানার ওসি আতিকুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর