নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের নিয়ামতপুরে মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পথচারী মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক তহিদুল ইসলাম (৪০)। তিনি রংপুর শহরের পার্কপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে। অপরজন বাসযাত্রী মঞ্জুর আলী (৫৯)। তিনি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মল্লিকপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁও থেকে বগুড়া যাওয়ার পথে একটি বাস সৈয়দপুর বাইপাস সড়কের ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় পথচারী মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক তহিদুল ইসলাম ওই বাসে চাপাপড়ে ও বাসযাত্রী মঞ্জুর আলী গুরুত্বর আহত হয়ে মারা যান। উপস্থিত লোকজন ওই বাসের অন্তত ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।
মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফারুক জানান, হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক তহিদুল বাসা থেকে দুপুরের খাওয়া সেরে হাসপাতালে আসছিলেন। পথে ওই বাসটি ওল্টে তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম ঘটনা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসের চালক পালিয়ে গেছেন। নিহত দুই জনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিডি প্রতিদিন/এএম