কুমিল্লার লাকসামে সড়কের পাশে রোপণকৃত ৪২টি গাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের উদ্যোগে গাছগুলো রোপণ করা হয়। এ ঘটনায় সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী লাকসাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবীরা ২০২০ সালের জুলাই মাসে পৌর কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে ১নং ওয়ার্ডের নশরতপুর নেভি সড়কের পাশে বিপুল সংখ্যক গাছ চারা রোপণ করে। সেই থেকে সংগঠনের স্বেচ্ছাসেবীরা গাছের চারাগুলোর পরিচর্যা করে করে আসছে। এরই মধ্যে গাছগুলো ১০/১২ ফুট উচ্চতা ধারণ করে। সম্প্রতি রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বত্তরা ৪২টি গাছ কেটে ফেলে।
সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী জানান, সরকারের সামাজিক বনায়ন কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়ে আমরা প্রতিবছর গাছের চারা রোপন করে আসছি। আমাদের রোপণকৃত ৪২টি গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। গাছের সাথে এমন শত্রুতা মেনে নেয়া যায়। পুলিশ প্রশাসন প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা করি।
লাকসাম থানার ওসি (তদন্ত) মাসুদ আলম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টির তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন