মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিক-মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে দিনাজপুরের খানসামায় দুর্নীতি বিরোধী শপথ পাঠ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক ও দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব-উল-ইসলাম।
সোমবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে খানসামা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব-উল-ইসলাম এ শপথ বাক্য পাঠ করান।
উন্নত চরিত্র গঠন, মাদক, বাল্য বিবাহ ও দুর্নীতি প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা, দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক শাহ্, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সদস্য তোফাজ্জল হোসেন, সংগ্রাম জয় চক্রবর্তী, তপু রয় প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সংগঠনের পক্ষ থেকে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা স্বারক দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ