ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৪০নং ভালুকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
৭৮লাখ টাকা ব্যয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এজিইডি) সহযোগীতায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
এ উপলক্ষে স্কুল প্রঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ভালুকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল আহসান, প্রধান শিক্ষক নাসরিন জাহান প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন