সিলেটের বিশ্বনাথে নারী ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সদরের বাসিয়া ব্রীজের উপর এ মানববন্ধন পালন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের মূল কমিটিতে আরপিও অনুযায়ী ৩৩% নারীদের রাখার দাবিতে মানববন্ধন শেষে মতবিনিময় সভা ও স্মারলিপি প্রদান করা হয়।
ফোরাম সভাপতি নেহারা বেগমের সভাপতিত্বে ও অপরাজিতা প্রকল্প সিলেটের প্রোগ্রাম অফিসার শিহাব উদ্দিন খানের পরিচালনায় মানববন্ধন পূর্ব সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহীন, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, বিশ্বনাথ প্রেসক্লাব একাংশের সহসভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক কামাল মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন নারী ফোরামের সদস্য মিনা বেগম, রাছনা বেগম, সুফিয়া আক্তার, দুলন রাণী দাশ, রাশেদা বেগম, কৃষ্ণা রাণী বৈদ্য, রুপা সরকার, মোমিনা বেগম, আসমা বেগম, ফাতেমা বেগম, আলেয়া বেগম, রাশেদা বেগম, রুশনা
বেগম, শাহানারা বেগম, মুক্তা রানী নাথ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ