সরকারের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় অর্ধেক ভর্তুকি মূল্যে জামালপুরে কৃষকের মাঝে দুটি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
জামালপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই হারভেস্টার মেশিন বিতরন করা হয়। সরকারের পক্ষ থেকে অর্ধেক ভর্তুকি দিয়ে প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের দুটি হারভেস্টার মেশিন সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের দুই কৃষক মো. সুরুজ্জামান এবং মো. ইদ্রিস আলীর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। সরকারের কৃষিখাতে উন্নয়নের উদ্যোগ হিসেবে অর্ধেক ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরনের পাশাপাশি দেশেই কৃষি যন্ত্রপাতি তৈরী করা হচ্ছে। বিতরণকৃত হারভেস্টার মেশিন দেশীয় প্রতিষ্ঠান আনসার এনার্জি বাংলাদেশ লি. তৈরী করছে। এই মেশিন দিয়ে ঘন্টায় দুই বিঘার বেশি ধান ও গম কাটার পাশাপাশি প্রতি বিঘায় আড়াই লিটার জ্বালানি খরচ হওয়ায় কৃষকের খরচও কম হবে।
এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, আনসার এনার্জি বাংলাদেশ লি. এর পরিচালক সৈয়দ এসএম আলমগীর, জিএম মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ