গোপালগঞ্জের টুঙ্গিপাডায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ২০তম ব্যাচের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪২ জন যুগ্ম সচিব।
আজ সোমবার দুপুরে যুগ্ম সচিব ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব মনিরা বেগম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আল মামুন মুর্শেদের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন পদোন্নতিপ্রাপ্ত ১৪২ জন যুগ্ম সচিব। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ ইলিয়াছ হোসেন, আবুল ফজল মীর, নুমেরী জামানসহ সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪২ জন যুগ্মসচিব উপস্থিত ছিলেন। পরে তারা বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন। বঙ্গবন্ধুর কমপ্লেক্সে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন