অবশেষে দীর্ঘ ২৩ ঘণ্টা পর কক্সবাজার পৌরসভার নাগরিক সেবা চালু করেছে পৌর পরিষদ। এর আগে, পৌরসভার মেয়র মুজিবুর রহমানের নামে সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যাচেষ্টার মামলার প্রতিবাদে সব ধরনের নাগরিক সেবা বন্ধ করা হয়েছিল।
সোমবার দুপুর ২টায় পৌর পরিষদ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিক সেবা পুনরায় চালুর ঘোষণা দেন পৌর পরিষদ।
পৌরসভার প্যানেল মেয়র-১ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, মেয়র মজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করায় আমরা রবিবার বিকেল ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য কক্সবাজার পৌরসভার সকল নাগরিক সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছিলাম। একটা বৈঠকের মাধ্যমে মামলা প্রত্যাহারের আশ্বাস পেয়েছি। তাই সবকিছু বিবেচনাপূর্বক নাগরিক সেবা চালু করেছি। এখন থেকে নাগরিকরা পৌরসভার সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।
এসময় পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর সালা উদ্দিন সেতু, মিজানুর রহমান, রুবেল, নারী কাউন্সিলর ইয়াছমিন, জাহেদা আক্তারসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই