নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে এক মেম্বার প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ চত্তরে নিয়ম বহির্ভূত করে উশৃঙ্খল কর্মীদের বিশাল মিছিল ও লাগামহীন বাঁশির শব্দে উপজেলা চত্তর ও এর আশপাশ মুখরিত করার অপরাধে এ অর্থদন্ড প্রধান করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমানসহ আরো অনেকে।
ওই সময় পলাশতলী ইউনিয়নের দন্ডপ্রাপ্ত ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রফিকুল ইসলামকে ইউনিয়ন পরিষদ আচরণ বিধিমালা ২০১৬ এর ১১ বিধি লংঘনের অপরাধে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ