‘কার বাসায় যান, কখন যান, কিসের জন্য যান, কি নির্দেশনা চান? কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের দলীয় সরকার, সেই দলের আমি জেলা সভাপতি। আমার কথা শুনবেন না, শুনবেন খুনিদের কথা? সেটা শোনা যাবে না।’
পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি ও সহকারী কমিশনারের (ভূমি) উদ্দেশে সোমবার বিকালে এক সমাবেশে এভাবেই হুমকি দিলেন আওয়ামী লীগ নেতা। তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। ইতোমধ্যে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আউয়াল আরও বলেন, ‘আপনাদের যারা গুরু তারা কিন্তু আমাকে স্যার বলে। আমি ডকুমেন্ট তৈরি করে ফেলেছি। আপনারা কে কোথায় কি বলেন, কার নামে কাজ নিয়েছেন। কে কাজ তৈরি করে, আমি জানি। সব রেকর্ড কাগজ-কলমে কথা বলবে। যদি কাজ শুরু হয় আপনি এগোতে পারবেন না।’
তার এই বক্তব্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চলছে সমালোচনা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ