ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রীকে প্রকাশ্যে মারধর করার ঘটনায় মো. ইমরান (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের আমতলী থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার ইমরান কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি আমতলীতে ভাড়া বাসায় থাকেন।
পুলিশের এসআই মো. হুমায়ুন কবির জানান, কলেজছাত্রীর পরিবার এ নিয়ে থানায় কোনো অভিযোগ দেয়নি। তার বিরুদ্ধে কীভাবে আইনি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
মঙ্গলবার রাত পৌনে তিনটার দিকে তাকে আটক করা হয়। সোমবার সকালে এক কলেজছাত্রীকে মারধর করে বখাটে। ওই বখাটে ইমরান মাদকাসক্ত বলে স্থানীয়ভাবে জানা গেছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই