মাদক ও রোহিঙ্গা অধ্যুষিত সীমান্ত কক্সবাজারের টেকনাফে টানা তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন টেকনাফ মডেল থানার (ওসি) মো. হাফিজুর রহমান। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গতকাল বুধবার সবার উপস্থিতিতে এই সম্মাননা স্মারক ক্রেস্টটি গ্রহণ করেন ওসি মো. হাফিজুর রহমান।
টেকনাফ মডেল থানায় যোগদান করার পর থেকে ওসি মো. হাফিজুর রহমান মাদক, সন্ত্রাস দমনসহ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ওয়ারেন্ট তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মামলার রহস্য উদঘাটনের জন্য বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানান, বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় জেলার সেরা পুলিশ কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) সাকিল আহম্মেদসহ জেলার সিনিয়র কর্মকর্তা, উপজেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির