ভাঙ্গায় বিভিন্ন ইউনিয়নের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গত বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণ খেলাপি হওয়ায় ওই তিন জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।
মনোনয়নপত্র বাতিল হওয়া ওই তিন প্রার্থী হলেন- কালামৃধা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসকান্দার খালিফা, ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রিজাউল মাতুব্বর এবং হামিরদী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিরাজ সিকদার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ঋণ খেলাপি হওয়ায় ওই তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি বলেন, তবে ওই প্রার্থীরা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করতে পারবেন।
কালামৃধা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসকান্দার খালিফা বলেন, তিনি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করবেন।
প্রসঙ্গত, তৃতীয় পর্যায়ে আগামী ২৮ নভেম্বর ভাঙ্গার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ভাঙ্গার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৮৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বিডি প্রতিদিন/এএম