সারাদেশে আজ শুক্রবার ভোর ৬টা থেকে পরিবহন যোগাযোগ বন্ধ রয়েছে। মাদারীপুরে ডিজেল তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে পরিবহন ধর্মঘট চলছে। বন্ধ রাখা হয়েছে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মালিক সমিতি ও শ্রমিকরা এই ধর্মঘট ডেকেছেন। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
মাদারীপুর বাস মালকি সমিতির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন হাওলাদার বলেন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার বা ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে। দাবি না মানা পর্যন্ত সারাদেশে বাস এবং পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির