চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে বাথরুমে বালতির পানিতে ডুবে সাবা ও সাহারা নামে চার বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল ৯টার দিকে শহরের রেহাইচর মহল্লায়। বর্তমানে তাদের মরদেহ জেলা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
মৃত সাবা ও সাহারা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার মসজিদপাড়া মহল্লার এবাদ আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে সাবা ও সাহারা তাদের ভাড়া বাড়িতে বালতির পানিতে খেলাধুলা করছিল। এসময় তাদের মা বাড়ির বাইরে ছিলেন। পরে তিনি বাড়িতে এসে দুই মেয়ের মরদেহ বালতির পানিতে দেখতে পেয়ে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ