টাঙ্গাইলের নাগরপুরে তালাকের এক মাস পরে সাবেক স্ত্রীর দায়ের করা মামলায় মানসিক নিপিড়ন ও হয়রানির অভিযোগ তুলেছেন সাবেক স্বামী। মঙ্গলবার সকালে নাগরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার তেবাড়িয়া গ্রামের মো. কালাম ভূইয়ার ছেলে মো. ওয়াসিম ভূইয়া অভিযোগ করেন, গত ১৪ সালের ৯ অক্টোবর সলিমাবাদ গ্রামের মৃত ফজল শেখের মেয়ে ফারজানা শেখ মিনালীকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের সংসারে ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সাংসারিক জীবনে মনের অমিল ও বনিবনা না হওয়ায় ২০২১ সালের মে মাসে ফারজানা শেখ মিনালীকে তালাক দিয়ে বৈবাহিক সর্ম্পক ছিন্ন করেন। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর এলাকার গণ্যম্যান্য ব্যক্তির উপস্থিতে ফারজানা তার সকল জিনিসপত্র বুঝে নিয়ে চলে যায়। তিনি আরো অভিযোগ করেন, তালাকের একমাস পরে তার সাবেক স্ত্রী ২১ সালের ৫ জুন নাগরপুর থানায় তিনি ও তার বোনসহ তিন জনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মিথ্যা মামলা করে। অবশেষে ২১ সালের ৩০ সেপ্টেম্বর তার বোন সহ ২ জন জামিন পান। এতে সাবেক স্ত্রী ক্ষিপ্ত হয়ে জামিন বাতিলের জন্য নাগরপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
সংবাদ সম্মেলনে তিনি কান্নাজরিত কণ্ঠে বলেন, আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা নিরাপত্তা চাই। মিথ্যা মামলা থেকে রেহাই চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. কামাল পাশা, মো. ইকবাল হোসেন ভূইয়া, মো. গোলাম সরোয়ার, মো. মহারাজ, মোছা. নিপা আক্তার, মো. লাইছার, তামিম দেওয়ান, মো. মমিনুল ইসলাম, মোছা. মনোয়ারা বেগম ও হামিদা বেগম।
বিডি প্রতিদিন/হিমেল