দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে মাদারীপুরে কালকিনি ও ডাসার উপজেলায় ১৩টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন, সকাল ৮টা থেকেই সুষ্ঠুভাবে কালকিনি ও ডাসারের ১১৭টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে।
১৩টি ইউনিয়নে ভেতরে রমজানপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১২টি ইউনিয়নে ৪৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। দুটি উপজেলার মোট ১ লাখ ৬৯ হাজার ৬২২ জন ভোটার ভোট প্রদান করছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, ভোটগ্রহণের পর থেকে এখন পর্যন্ত কোন কেন্দ্র থেকে কোন অভিযোগ পাইনি। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে।
বিডি প্রতিদিন/এএম