পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৭ ইউনিয়ন পরিষদের ৬৩টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোট শুরুর প্রথম দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৪৩ জন এবং সংরক্ষিত পদে ৯১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এদিকে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত করতে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার, পুলিশ, বিজিবি ও র্যাবসহ চার স্তরের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সড়কে ও কেন্দ্রেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও তৎপরতা দেখা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আলী হোসেন বলেন, নির্বাচনে ৭ ইউনিয়নের ৬৩টি কেন্দ্রের ২৮২টি বুথে ৯৭২২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে নারী ভোটার ৪৮৫১১ জন ও পুরুষ ভোটার রয়েছেন ৪৮৭১৬ জন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম