চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ৮টি উউনিয়নের মধ্যে একমাত্র গোমস্তাপুর সদর ইউনিয়নে ইভিএম এ ভোট নেয়া হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
৮টি ইউনিয়নের ৮৬টি ভোট কেন্দ্রে ১ লাখ ৮১ হাজার ৫৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৭৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান সকালে ভোটকেন্দ্র পরিদর্শন করে জানান, উপজেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু করতে ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি আনসার ও ডিবি পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম