জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের উদ্যোগে বান্দরবানে অনুষ্ঠিত হচ্ছে প্রথম জাতীয় ‘মুজিববর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেস ২০২১’। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, দুরন্ত এবং ইউএনডিপি-সিএইচটিডিএফ প্রতিযোগিতা আয়োজনে কোস্পন্সর থাকবে।
প্রতিযোগিতায় পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলা থেকে ২৫ জন এবং দেশের অন্যান্য এলাকা থেকে আরও ৭৫ জন প্রতিযোগী অংশ নেবেন।
বৃহস্পতিবার ১৮ নভেম্বর সকালে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী বক্তব্য রাখেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী বাইকার থাকবেন।
শনিবার ভোর ৭টায় বান্দরবান শহরের রাজার মাঠ পয়েন্ট থেকে সাইকেল প্রতিযোগিতা শুরু হয়ে থানচি উপজেলার নীলদিগন্ত হয়ে মিলনছড়িতে এসে প্রতিযোগিতা শেষ হবে।
বিকাল সাড়ে ৩টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডি প্রতিদিন/এএ