ফরিদপুরের ভাঙ্গায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নতুন করে আরেকটি মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা থানায় হাইওয়ে পুলিশের সার্জেন্ট আজাদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ভাঙ্গার হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।
এছাড়াও আরও ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে। মামলায় অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও সরকারি সম্পত্তি ভাঙচুরে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়েছে।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাইওয়ে থানায় হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে ভাঙ্গা থানায় হাইওয়ে পুলিশের একজন বাদী হয়ে এ মামলা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ