হবিগঞ্জের বানিয়াচংয়ে তফসিল ঘোষণার সাথে সাথেই জমে উঠেছে ইউপি নির্বাচন। চতুর্থ ধাপে বানিয়াচং উপজেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।
এদিকে গত ২৪ অক্টোবর বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার পরপরই বিভিন্ন ইউনিয়নে বর্ধিত সভা ডেকে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে শুরু হয় প্রার্থী তালিকার কাজ। উপজেলা আওয়ামী লীগ দলীয়ভাবে ফরম বিতরণ শুরু করে এবং ফরম বিতরণ শেষ হয় ১২ নভেম্বর। ইতিমধ্যে ১৪টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য ৮৯ জন নেতাকর্মী ফরম সংগ্রহ করেছেন। সর্বাধিক দলীয় প্রার্থী রয়েছেন ৫ নম্বর দৌলতপুর ইউনিয়ন ও ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নে। ওই দুটি ইউনিয়নে ১০ জন করে প্রর্থী রয়েছেন। ১৩ নভেম্বর উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত বাছাই করে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নিকট প্রার্থী তালিকা প্রেরণ করেছেন। ১৪ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর কথা রয়েছে। এসব তালিকায় আছেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন দল থেকে আসা নব্য আওয়ামী লীগার। তালিকাতে বর্তমান চেয়ারম্যান, পরাজিত চেয়ারম্যান প্রার্থীও আছেন। তবে যারা বিগত ইউপি নির্বাচনে বিদ্রোহ করে নির্বাচন করেছেন এমন অনেকেই এবার দলীয় মনোনয়ন ক্রয় করেনি।
বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নে নৌকা মার্কা নিয়ে ১০ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজিম্মুল হক চৌধুরী রেকর্ডসংখ্যক প্রার্থীর দলীয় মনোনয়ন চাওয়ার ব্যাপারে বলেন, সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে। এই বিষয়টিকে প্রার্থীরাও নিজের জয়লাভের হাতিয়ার করতে চাইছেন।
বিডি প্রতিদিন/হিমেল