বগুড়ার আদমদীঘিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল, কোরআন খতম ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার ছাতিয়ানগ্রাম গাজী পাতলাপীর হাফেজিয়া কওমী মাদরাসা ও এতিমখানায় উপজেলা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাজু, বিএনপি নেতা সরফরাজ হোসেন, আশরাফুল ইসলাম সরকার, জাহিদুল ইসলাম কিরো, আব্দুর রহিম শাহ, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান, শিহাবুল হক চৌধুরী, আবু রায়হান, তামিম, আবু সাঈদ, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমীন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক সোহাগ মন্ডল, সাজু, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা বাপ্পি হাসান রাহুল, পিএম আবু সাঈদ মীম, ইসতিয়াক আহম্মেদ, আব্দুল খালেক, হাসিবুর, জীসান, মোহাম্মদ আলী, আসলাম, নাদিম, শাকিল হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ