বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিদেশে নিয়ে চিকিৎসার দাবি আদায়ে রাজপথের আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। আগামীতে বুকের তাজা রক্ত ঢেলে হলেও রাজপথে গণ-আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সোমবার দুপুরে রংপুর নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন বিএনপি নেতারা।
সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নয়ন প্রমুখ।
এসময় মহানগর বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম