গাজীপুরের কালিয়াকৈরে কাঞ্চনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় কাঞ্চনপুর এলাকায় সোমবার বিকেলে কালিয়াকৈর টু ফুলবাড়ীয়া সড়কে সিএনজির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবক নিহত হয়েছে। অজ্ঞাত যুবকের (২৬) পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার এসআই মাহবুব হোসাইন জানান, ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম