কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার দুপুরে ক্যাম্প-১৪ এর সি ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান জানান, সোমবার দুপুরে পারিবারিক কলহের জেরে ক্যাম্প-১৪ এর সি বøকের হাফেজ আহমদ তার স্ত্রী খালেদা বেগম(২৫) কে ধারালো দা দিয়ে জবাই করে হত্যা করে। এ ঘটনায় সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিমের সতীন নুর হাসিনা (২২) ও আসামির ভগ্নিপতি মোহাম্মদ আলী(৩৫) কে আটক করা হয়। ঘটনার পর থেকে ঘাতক হাফেজ আহমদ পলাতক রয়েছে বলে জানান তিনি।
হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এপিবিএন সূত্রে জানা যায়।
বিডি প্রতিদিন/এএম