বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ প্রদানের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশে করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। সোমবার দুপুরে নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দসহ অন্যরা। পরে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলমগীর মাহমুদ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির দক্ষিণ জেলার যুগ্ম-আহ্বায়ক ফকরউদ্দিন আহম্মদ বাচ্চু, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান রোকনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম